বাংলাদেশে আগামী নির্বাচন গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে সুন্দর ও অংশগ্রহণমূলক হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) লন্ডনের চেথাম হাউজে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “বাংলাদেশের তরুণরা শুধু নতুন সরকার নয়, নতুন বাংলাদেশ গড়ার জন্য রক্ত দিয়েছে।” তিনি জানান, কাঠামোগত সংস্কারের লক্ষ্যে বিভিন্ন খাতে কমিশন গঠন করা হয়েছে, যারা সুপারিশ দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে জবাবদিহিমূলক করার পথ দেখাবে।
তিনি আরও জানান, আগামী মাসে ‘জুলাই সনদ’ প্রকাশ করা হবে, যেখানে সরকারের ভবিষ্যৎ রূপরেখা উপস্থাপন থাকবে।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, মার্কিন সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা যুবকদের ভরণপোষণ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং বিকল্প ব্যবস্থা খুঁজছে।
ড. ইউনূসের মতে, গণতন্ত্র, সংস্কার ও জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশ এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে।