1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

আফগানিস্তানে হিন্দুকুশে ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।

স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার জানায় ইউএসজিএস।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি, পরবর্তীতে তা জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল—যা সাম্প্রতিক ইতিহাসে আফগানিস্তানের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচিত।

গণমাধ্যম আল–জাজিরা জানায়, আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটি বলেন, “১৯০০ সাল থেকে উত্তর–পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।”

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!