1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

আফগানিস্তান সীমান্তে ড্রোন হামলায় ৩ চীনা নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

আফগানিস্তান সংলগ্ন তাজিকিস্তান সীমান্ত এলাকায় সশস্ত্র ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। হামলায় আরও একজন চীনা নাগরিক আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাতলোন প্রদেশে। চীনা দূতাবাস জানায়, তারা এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় প্রকাশ করেনি, তবে তাজিকিস্তানকে ঘটনার বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে এবং সীমান্তবর্তী এলাকা থেকে চীনা নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এলএলসি শাহিন এসএম নামের একটি প্রতিষ্ঠানের ওপর এই ড্রোন হামলা চালানো হয়। আফগানিস্তান থেকে ছোড়া গ্রেনেডবাহী ড্রোন ব্যবহার করা হয়েছিল। নিহত তিনজনই ওই প্রতিষ্ঠানের স্বর্ণখনিতে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আফগানিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আফগানিস্তান ও তাজিকিস্তানের ১,৩৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের দুর্গম পার্বত্য এলাকায় জঙ্গিগোষ্ঠীর সক্রিয় তৎপরতা রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে উগ্রবাদী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আসছে তাজিকিস্তান। দেশটির প্রেসিডেন্ট এমোমালি রাখমোন নিয়মিতভাবে তালেবান প্রশাসনের সমালোচনা করে জাতিগত তাজিকদের অধিকার সম্মানের দাবি জানিয়ে আসছেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!