ইলন মাস্ক শিগগিরই যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব ছাড়ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের এ বিষয়ে জানিয়েছেন। পলিটিকোর এক প্রতিবেদনে জানানো হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী তার ব্যবসায়িক কাজে ফিরবেন এবং সরকারকে সহায়তায় একটি ভূমিকা পালন করবেন।
ডিওজিইর দায়িত্ব নেওয়ার পর মাস্ক ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তবে চঞ্চল মনোভাবের কারণে প্রশাসনের ভেতরে ও বাইরে অনেকেই তাকে অপছন্দ করতে শুরু করেন। রিপাবলিকান রাজনীতিবিদদের কাছেও তিনি রাজনৈতিক দায় হয়ে উঠেন।
সরকারি দায়িত্ব ছাড়ার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। হোয়াইট হাউজ, ডিওজিই বা মাস্কের প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে রয়টার্স জানিয়েছে, এ খবর প্রকাশের পর মাস্কের টেসলার শেয়ারের দাম বেড়ে গেছে।
ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মাস্ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করতে পারেন এবং মাঝেমধ্যে হোয়াইট হাউসে দেখা যেতে পারে।
প্রসঙ্গত, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দেন, যার লক্ষ্য ছিল কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মীবহর কমানো। মাস্কের পরামর্শে ইউএসএআইডি বন্ধ এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা ব্যাপক আলোড়ন তোলে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত