
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি মনে করেন, সরকারের দায়িত্বে থাকা যেসব ব্যক্তি নির্বাচনে অংশ নিতে চান, তাদের নির্বাচনি কার্যক্রম শুরু হওয়ার আগেই পদত্যাগ করা উচিত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ১১ জেলার ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ জানান, তিনি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও জানাননি। শুধু ছাত্র উপদেষ্টা নয়, সরকারের আরও কিছু দায়িত্বশীল ব্যক্তিও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ভাবছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন না—এমন কোনো আইন নেই, তবে বর্তমান পদে থেকে নির্বাচন করা “স্বার্থের সংঘাত” বলে মনে করেন তারা। তাই নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সকলেরই আগে থেকেই পদত্যাগ করা উচিত বলে তিনি মত দেন।
পদত্যাগের সময়সূচি ও অন্যান্য বিষয় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply