
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে আটক করে র্যাব। পরে তাকে পল্টন মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল হান্নানকে র্যাব-২ আটক করে থানায় হস্তান্তর করেছে। তবে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করা হয়। তার বাবার নাম মো. আবুল কাশেম এবং বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
হামলার ঘটনায় আব্দুল হান্নান সরাসরি জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply