গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় ঢাকাগামী ‘হামিম পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসও ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার ঘোষিত শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই ঘটনা ঘটে। রায়টি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে ফেলে। তাদের তৎপরতায় ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি কামাল হোসেন বলেন, “এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”