খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইটি গেটের পাশে স্থানীয় এক ইউনিয়ন বিএনপি নেতার কার্যালয়ে দুর্বৃত্তদের বোমা ও গুলি হামলায় ইমদাদুল হক নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে নগরীর কুয়েট রোডে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা মামুন শেখ তার অফিসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। আহতদের মধ্যে মামুন শেখ ও ইমদাদুল হককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান জানান, রাতের ওই ঘটনায় বোমা বিস্ফোরণ ও গুলি ছোড়া হয়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।