
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট নরমাল এসেছে। রোববার (৭ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
মেডিকেল বোর্ড জানায়, বেগম জিয়া আগের চেয়ে সুস্থ আছেন এবং তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও উন্নতি হচ্ছে। সিটি স্ক্যান, ইসিজিসহ বেশ কয়েকটি টেস্ট করা হয়েছে, যার সবগুলোর ফলই ভালো এসেছে। তারা আরও জানান, তিনি এখন কিছুটা কথা বলার চেষ্টা করছেন এবং দুই পুত্রবধূ, ভাই ও ভগ্নিপতির সঙ্গে মাঝেমধ্যে কথা বলেন।
টানা ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার সর্বশেষ নির্ধারিত তারিখ ছিল রোববার; তবে শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি না হওয়ায় আপাতত বিদেশ যাত্রা স্থগিত হয়েছে। এন্ডোস্কোপির পর পাকস্থলির রক্তক্ষরণ বন্ধ রয়েছে এবং এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার ভবিষ্যৎ শারীরিক অবস্থার ওপরই বিদেশে নেয়ার বিষয়টি নির্ভর করছে। এখনই তাকে বিদেশে নেয়া সম্ভব নয় বলে মেডিকেল বোর্ড জানিয়েছে। তবে প্রয়োজন হলে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।
এদিকে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিতে প্রস্তুত রাখা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসবে এবং পরদিন বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করতে পারে বলে জানিয়েছে বেবিচক। জার্মান এফএআই অ্যাভিয়েশন গ্রুপের করা ফ্লাইট শিডিউল আবেদন ইতোমধ্যে অনুমোদন করেছে সিভিল অ্যাভিয়েশন।
৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদযন্ত্রের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। তিনি গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply