ইসরায়েলের অবরোধ ও হামলায় গত তিন দিনে প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু ও আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৬১৭ জনে। আহত হয়েছেন ১,১২,৯৫০ জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন।
এদিকে, ইসরায়েল দক্ষিণ গাজার রাফাহতে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, তেল আবিবে রকেট হামলার দাবি করেছে হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের বেসামরিক হত্যাযজ্ঞের প্রতিশোধেই এই হামলা।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত