২৫ নভেম্বর থেকে মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না। ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কার্ড রিচার্জ করার সুযোগ চালু করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
ডিটিসিএ সূত্র জানিয়েছে, সেবাটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল) শেখ মইনউদ্দিন। শুরুতে ডিটিসিএর ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করে কার্ড রিচার্জ করা যাবে। আগামী মাসে চালু হবে একটি মোবাইল অ্যাপ, তখন অ্যাপের মাধ্যমেও রিচার্জ দেওয়া যাবে।
ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, অনলাইন রিচার্জ ব্যবস্থা চালু হলে আর স্টেশনে লাইনে দাঁড়াতে হবে না। এতে যাত্রীদের সময় বাঁচবে এবং ভোগান্তিও কমবে।
ইতোমধ্যে বিকাশ, নগদ, রকেট অ্যাপের মাধ্যমে ঘরে বসেই বিদ্যুৎ ও ইন্টারনেটসহ নানা বিল দেওয়ার সুযোগ রয়েছে। মেট্রোরেলের যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল—স্থায়ী কার্ডে অনলাইন রিচার্জ সুবিধা যুক্ত করা। এবার সেই সুবিধাই বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
বর্তমানে মেট্রোরেলে দুটি স্থায়ী কার্ড ব্যবহৃত হয়—ডিটিসিএর র্যাপিড পাস এবং ডিএমটিসিএলের নিজস্ব এমআরটি পাস। নতুন ব্যবস্থায় উভয় কার্ডেই অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করা যাবে। তবে রিচার্জ করার পর একবার স্টেশনের অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ড স্পর্শ করিয়ে হালনাগাদ করে নিতে হবে। টাকা শেষ না হওয়া পর্যন্ত পুনরায় স্পর্শ করানোর প্রয়োজন নেই।
মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। স্থায়ী কার্ডের লেনদেন নিয়ন্ত্রণের কেন্দ্রীয় নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস ডিটিসিএর অধীন। ঘরে বসে র্যাপিড ও এমআরটি পাস রিচার্জ সেবা চালু করার প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে ডেটা সফট নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।