
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা ২০২৬। নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই বইমেলার তারিখও ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি।
রোববার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশক ও বিক্রেতা সমিতি বইমেলার জন্য কয়েকটি সম্ভাব্য সময় প্রস্তাব করে। পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই মেলা আয়োজনের সিদ্ধান্ত বাস্তবসম্মত বলে গৃহীত হয়।
এছাড়া অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে বাংলা একাডেমি।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে ডিসেম্বরের ১৭ তারিখে মেলা শুরুর প্রস্তাব করা হয়েছিল। তবে জাতীয় নির্বাচনের সময়সূচি বিবেচনায় সেই প্রস্তাব পরিবর্তন করে ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply