1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলে মার্কিন সিনেটে রেজোলিউশন পাস

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে একটি রেজোলিউশন পাস হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন সিনেটের মোট আসনসংখ্যা ১০০টি। গত ৩০ অক্টোবর রেজোলিউশনটি ভোটের জন্য তোলা হলে ৫১ জন সিনেটর পক্ষে এবং ৪৭ জন বিপক্ষে ভোট দেন। বাকি দুইজন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

রেজোলিউশনটির পক্ষে বিরোধী ডেমোক্রেটিক পার্টির পাশাপাশি ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চারজন সিনেটরও ভোট দেন। তারা হলেন— কেন্টাকির র‌্যান্ড পল ও মিচ ম্যাককোনেল, আলাস্কার লিসা মুরকৌওস্কি এবং মেইনের সুসান কলিন্স।

গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রফতানি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ হিসেবে অভিহিত করেছিলেন। তবে শুরু থেকেই তার এই নীতির বিরোধিতা করে আসছিলেন রাজনৈতিক প্রতিপক্ষরা। ঘোষণার দুই সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে (কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড) শুল্কনীতি বাতিল চেয়ে মামলা করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, বৈশ্বিক শুল্কনীতি প্রণয়নে ট্রাম্প প্রশাসন ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) আইনের অপব্যবহার করেছে। আইনে বলা আছে, কোনো দেশের ওপর শুল্কহার নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের; তবে জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট অর্থনৈতিক দণ্ড হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন।

অভিযোগ আমলে নিয়ে ২৯ মে আন্তর্জাতিক বাণিজ্য আদালত ট্রাম্পের শুল্কনীতি বাতিল ঘোষণা করে। তবে এর ২৪ ঘণ্টার মধ্যেই ৩০ মে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত আদেশ স্থগিত করে অস্থায়ীভাবে শুল্কনীতি পুনরায় কার্যকর করার নির্দেশ দেয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৭ সালের ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম রিপাবলিকান পার্টির চারজন সিনেট সদস্য তার নীতির বিরুদ্ধে ভোট দিলেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!