কুইন্টন ডি ককের ঝোড়ো সেঞ্চুরি সত্ত্বেও ভারতের কাছে পাত্তা পেলো না দক্ষিণ আফ্রিকা। ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে দলকে এনে দিলেন সিরিজ জয়। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ উইকেটের দাপুটে জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক ভারত।
২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আধিপত্য দেখায় ভারতের ওপেনিং জুটি। রোহিত শর্মা ও জয়সোয়ালের ১৫৫ রানের অংশীদারিত্বে ম্যাচ একপ্রকার নিশ্চিত হয়ে যায়। রোহিত ৭৩ বলে ৭৫ রান করে আউট হলেও জয়সোয়াল ঠাণ্ডা মাথায় ইনিংস চালান। চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমেই ১২১ বলে ১২ চার ও ২ ছক্কায় ১১৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে কোহলি অপরাজিত থাকেন ৪৫ বলে ৬৫ রানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ডি ককের ১০৬ রানে ভর করে ২৭০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনের দ্রুত বিদায়ের পর টেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন ডি কক। কিন্তু বাভুমা আউট হওয়ার পর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ৬৭ বলে ৪৮ রান করেন বাভুমা, ব্রেভিস করেন ২৯ বলে ২৯। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংসের ১৩ বল বাকি থাকতেই থেমে যায় প্রোটিয়াদের সংগ্রহ।