ঢাকা কলেজের স্বাতন্ত্র্য রক্ষা এবং প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর, সকাল ১১টা ২০ মিনিটে তারা অবরোধ তুলে নেন। ফলে সায়েন্স ল্যাবরেটরি মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধকালে শিক্ষার্থীরা ‘স্কুলিংয়ের ঠাঁই নাই, ঢাকা কলেজের আঙিনায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘স্কুলিংয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘স্কুলিংয়ের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ জাতীয় স্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা কলেজসহ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষায় দীর্ঘদিনের ঐতিহ্য, স্বকীয়তা ও সুনাম বহন করছে। তারা আশঙ্কা করছেন, নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো কার্যকর হলে এই ঐতিহাসিক পরিচিতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ছাড়াই নেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।
উল্লেখ্য, ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি অংশীজনদের মতামতের ভিত্তিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাব দিয়েছে। সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার এই রূপরেখা অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তুতি নিচ্ছে।
এর অংশ হিসেবে ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বে একটি কমিটি প্রশাসনিক ও একাডেমিক কাঠামোর ওপর মতামত নেওয়ার জন্য ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করে। খসড়ায় সাতটি কলেজকে চারটি স্কুলে ভাগ করে ইন্টারডিসিপ্লিনারি কাঠামোয় উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর—তিন স্তরের পাঠদানসহ একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে।