প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৭:৪৭ এ.এম
ঢালিউড অভিনেতাদের পারিশ্রমিক: অনন্ত জলিল ও জাহেদ খানের তথ্য প্রকাশ
দর্শকদের মাঝে ঢালিউড তারকাদের পারিশ্রমিক নিয়ে কৌতূহল সবসময়ই থাকে। যদিও বলিউড বা অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় তথ্য কম পাওয়া যায়, সম্প্রতি এক প্রতিবেদনে অনন্ত জলিল ও জাহেদ খানের পারিশ্রমিক নিয়ে তথ্য উঠে এসেছে।
🔹 অনন্ত জলিল:
- ২০১০ সালে খোঁজ–দ্য সার্চ সিনেমার মাধ্যমে অভিষেক।
- ১৫ বছরে মাত্র ৮টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
- নিজ প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে ৫০-৬০ লাখ টাকা পারিশ্রমিক নেন।
- ১ কোটি টাকা না হলে অন্য কারও সিনেমায় কাজ করতে আগ্রহী নন।
- কিল হিম সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন ৪০ লাখ টাকা।
🔹 জাহেদ খান:
- ২০০৯ সালে ভালোবাসা ভালোবাসা সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু।
- দ্বিতীয় ছবি কাজের মানুষ-এ ১-১.৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।
- সর্বশেষ সোনার চর সিনেমায় ৩.৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন।
🔹 ঢালিউডের সাধারণ পারিশ্রমিক:
- অভিনেতাদের পারিশ্রমিক ৩ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত হয়।
- জনপ্রিয় তারকাদের ক্ষেত্রে এই পরিমাণ আরও বেশি হতে পারে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত