
দেশে কয়েক দিন ধরে চলমান গরম–ঠাণ্ডা আবহাওয়া পরিস্থিতি কাটিয়ে আগামী কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে শীতের অনুভূতি দেশের বিভিন্ন অঞ্চলে আরও স্পষ্টভাবে বেড়ে উঠবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতের নিয়মিত আবহাওয়া বুলেটিনে বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে শনিবার (২২ নভেম্বর) দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সম্ভাব্য এই লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও বাংলাদেশে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বলে জানায় আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা কমতে পারে। মাসের শেষের দিকে আরও তাপমাত্রা হ্রাস পেয়ে সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে।
বুলেটিনে আরও বলা হয়, ভোরের দিকে দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply