
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য দেন।
আমীর খসরু বলেন, “তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সবকিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে তিনি নেতৃত্ব দেবেন।”
তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্ভাব্য রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, ডা. জুবাইদা রাজনীতিতে আসবেন কি না, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
খালেদা জিয়ার লন্ডন যাত্রা প্রসঙ্গে আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা সম্পূর্ণই তার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত।
এ সময় জোটের প্রার্থী তালিকা খুব শিগগিরই চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply