ভারতের রাজধানী নয়াদিল্লি আজ বুধবার (২৬ নভেম্বর) সকালেও বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো—বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শহর খুলনা আজ দূষণের মাত্রায় নয়াদিল্লির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং ঢাকাকেও ছাড়িয়ে গেছে।
নয়াদিল্লি: AQI ২৮৪
খুলনা: AQI ২৭৭
ঢাকা: AQI ২৩১
বায়ুর মান ২০০-এর ওপরে গেলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ আর ৩০০-এর ওপরে গেলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান IQAir–এর লাইভ এয়ার কোয়ালিটি সূচকে (AQI) এসব তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুগুণমান তুলে ধরে জনসচেতনতা বাড়ায়।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকা নিয়মিতভাবে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকেই অবস্থান করছে। প্রায় প্রতিদিনই ঢাকার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ থাকে।
ঢাকা ও খুলনায় দূষণের প্রধান উপাদান হলো PM2.5 নামে পরিচিত অতিক্ষুদ্র বস্তুকণা। এর উৎস—
ধুলাবালু
যানবাহনের ধোঁয়া
কলকারখানার ধোঁয়া
বর্জ্য পোড়ানোর ধোঁয়া
এগুলো নিশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে শ্বাসকষ্ট, অ্যাজমা ও অন্যান্য জটিল রোগ সৃষ্টি করতে পারে।
নগরবাসীর জন্য প্রতিষ্ঠানটি কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছে—
বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে
খোলা জায়গায় ব্যায়াম যতটা সম্ভব কমাতে হবে
ঘরের জানালা-দরজা বন্ধ রাখতে হবে
খুলনার এই দূষণের পরিস্থিতির পাশাপাশি আরও জানা গেছে যে, সাম্প্রতিক আগুনে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং অনেক মানুষকে রাত কাটাতে হয়েছে খোলা আকাশের নিচে।