
চরম উত্তেজনার ম্যাচে টাইব্রেকারে ব্রাজিলকে ৬–৫ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের ফাইনালে উঠেছে পর্তুগাল। সোমবার (২৪ নভেম্বর) রাতে দোহায় অনুষ্ঠিত ম্যাচটি ফুটবল বিশ্বকে উপহার দেয় দারুণ এক নাটকীয়তা।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধেও দুই দলের আক্রমণ–প্রতি–আক্রমণ সত্ত্বেও কোনো গোলের দেখা মিলেনি। অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে।
পেনাল্টিতে প্রথম পাঁচ শটে দুই দলই সমান দক্ষতা দেখায়। এরপর ম্যাচ যায় সাডেন ডেথে। পর্তুগালের হোসে নেতো নিখুঁতভাবে বল জালে জড়ান। পাল্টা শটে ব্রাজিলের আঞ্জেলো চাপ সামলাতে ব্যর্থ হন—তার শট বার ছুঁয়ে বাইরে চলে যায়।
এই ভুলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ৬–৫ গোলের জয়ে উল্লাসে ফেটে পড়ে পর্তুগাল শিবির এবং নিশ্চিত হয় তাদের প্রথম বিশ্বকাপ ফাইনাল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply