1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ চাকরিপ্রত্যাশীদের

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্দোলনস্থলে এসে দাবি-দাওয়া শুনেছেন, তবে পরিষ্কার কোনো আশ্বাস দেননি। তাদের দাবি, ৮ তারিখের পরীক্ষা স্থগিত না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত থাকবে। ইতোমধ্যে অনশনে অসুস্থ হয়ে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে—৪৬তম বিসিএসের প্রশ্নপত্র পুনর্নির্মাণ, প্রশ্নফাঁস রোধে কঠোর ব্যবস্থা, নিয়োগে জটিলতা নিরসন এবং পিএসসি সদস্য সংখ্যা বৃদ্ধি। আন্দোলনকারীরা ‘জুলাইয়ের অঙ্গীকার, পিএসসির সংস্কার’ এবং ‘যদি হয় প্রশ্নফাঁস, পড়ব কেন বারো মাস’—এমন নানা স্লোগান দেন।

এর আগে, রাজু ভাস্কর্যে চার দিন ধরে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, এরপরই শাহবাগ অবরোধের সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট