
পোস্টাল ব্যালটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি।
শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এই তথ্য জানানো হয়েছে। ইসির পরিসংখ্যান অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী ভোটার রয়েছেন।
গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এখনো যারা নিবন্ধন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
দেশে অবস্থানরত ভোটারদেরও অনুরোধ করা হয়েছে, তারা যেন বিদেশে বসবাসরত তাদের নিকটজনদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে ও ভোটে অংশ নিতে উৎসাহিত করেন।
ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীদের নিজ নিজ দেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ কোনো পরিচিত প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহার করার পরামর্শ দিয়েছে ইসি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply