নিজেদের হকির ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপে অভিষেকেই চমকে দিচ্ছেন লাল–সবুজের তরুণ তারকারা। তাদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন উদীয়মান হকি সেনসেশন আমিরুল ইসলাম— পাঁচ ম্যাচে চারটি হ্যাটট্রিকসহ ১৫ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে তিনি।
আজ সোমবার ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে। জয় পেলে শুধু ১৭তম স্থানই নয়, সাথে মিলবে ‘চ্যালেঞ্জার্স কাপ’ ট্রফিও— যা হবে তরুণদের জন্য বাড়তি প্রাপ্তি।
দলের অধিনায়ক মেহরাব হাসান জানান,
“আমরা এতদূর এসেছি, সামনে আর একটি ম্যাচ। এই ম্যাচ জিতে ফিরতে চাই।”
তিনি বলেন, ট্রফি জিতে দেশে ফিরে সেটিই হবে দলের ঐতিহাসিক সাফল্য।
ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ খুশি হামজা খ্যাত আমিরুল ইসলাম। তিনি বলেন,
“ভাবিনি এতগুলো গোল হবে। কাল আমাদের শেষ ম্যাচ—সবার কাছে দোয়া চাই।”
প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে ৫–৩ গোলের হার— তিনটিই আমিরুলের।
দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩–৩ ড্র— সেখানেও হ্যাটট্রিক।
গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৩–২ ব্যবধানে হারে বাংলাদেশ।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্লেসমেন্ট ম্যাচে আবারও আমিরুলের হ্যাটট্রিক— বাংলাদেশ জেতে ৫–৩ গোলের ব্যবধানে।
শেষ ম্যাচেও দেশকে আরেকটি জয় উপহার দিতে চান আমিরুল:
“আমাদের লক্ষ্য ছিল সেরা ১৬-তে থাকা। তা হয়নি। এখন আমরা ১৭তম হতে চাই। কাল দেশের মানুষের জন্য আরেকটি জয় নিয়ে ফিরতে চাই।”
বাংলাদেশের যুব হকির এই ধারাবাহিক লড়াই এবং আমিরুলের চমকপ্রদ গোলবন্যা বিশ্বমঞ্চে নতুন আশার সুর তুলেছে।