
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বৈরুতের দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকায় এ হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা এনএএ জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছেন।
ইসরায়েল দাবি করেছে, এ হামলার লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ‘চিফ অব স্টাফ’। যদিও নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। হিজবুল্লাহও নিশ্চিত করেছে যে তাদের একজন জ্যেষ্ঠ কমান্ডারকে টার্গেট করে হামলা চালানো হয়েছিল, তবে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।
হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ ক্বোমাতি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন,
“প্রতিরোধ আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ফলাফল এখনো পরিষ্কার নয়। এই হামলা রেড লাইন অতিক্রম করেছে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হামলার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু নিজেই। যদিও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply