দুদিন আগে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত ১,৬০০–এর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশজুড়ে ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে, এবং ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এর মাঝেও দেশটির জান্তা সরকার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ এই ঘটনাকে সম্পূর্ণরূপে ‘জঘন্য এবং অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস বলেছেন, যখন ভূমিকম্পের পর মানুষ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে, তখনো সেনাবাহিনী বোমাবর্ষণ করছে—এটি সত্যিই অবিশ্বাস্য। তিনি মিয়ানমারের জান্তা সরকারকে এখনই সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত