
গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩ ও ৭ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৩ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সাময়িক কারাগার থেকে বিশেষ প্রিজন ভ্যানে করে দুই মামলায় গ্রেফতার থাকা ১৩ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ শুনানির দিন ঠিক করে।
একইসঙ্গে দুই মামলায় পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পলাতক অন্যান্য আসামিদের পক্ষেও পৃথক রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় অন্যান্য প্রসিকিউটর এবং আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
গুমের দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো যে ১৩ সেনা কর্মকর্তাকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়, তারা হলেন—
ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম (র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক)
ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার
ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম
ব্রিগেডিয়ার কে এম আজাদ
কর্নেল আবদুল্লাহ আল মোমেন
কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে)
লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান (র্যাব গোয়েন্দা শাখার সাবেক পরিচালক)
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন
লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম
মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন (ডিজিএফআই-এর সাবেক পরিচালক)
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী
ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, ডিজিএফআই-এর সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
২২ অক্টোবর এদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। পরে উপস্থিত ১৩ সেনা কর্মকর্তার গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply