গুম, নির্যাতন ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
পান্নার আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে তাকে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী হিসেবে নিয়োগের আদেশ দেয়। পাশাপাশি মামলার অন্যান্য আসামিদের পক্ষেও পৃথক স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করা হয়েছে।