মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে সবজি খামার, ব্যবসায়িক এলাকা ও নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫৪৭ সদস্যের একটি টিম চারটি জোনে এই অভিযান পরিচালনা করে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বার্নামা জানায়, অভিযানের সময় বেশিরভাগ অভিবাসী সবজি প্যাকিং কাজে ব্যস্ত থাকায় পালানোর সুযোগ পাননি। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে অভিযান পরিকল্পনা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এ এলাকায় অভিবাসীদের সংখ্যা বাড়ায় স্থানীয়দের উদ্বেগও বৃদ্ধি পেয়েছে।
অভিযানে মোট ১,৮৮৬ জনকে যাচাই করে ৪৬৮ জনকে মেয়াদোত্তীর্ণ পাস, বৈধ কাগজপত্র না থাকা ও সন্দেহজনক ভিজিট পাসসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমার ১৭৫, বাংলাদেশ ১৭৪, ইন্দোনেশিয়া ৬৭, নেপাল ২০, পাকিস্তান ১৬, ভারত ১১ এবং আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে।
আটক ব্যক্তিদের কেলানটান, পেরাক ও সেলাঙ্গরের ডিটেনশন ডিপোতে পাঠানো হবে। চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় মোট ৮৩,৯৯৪ অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে।