
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের দেশগুলোর নাগরিকদের জন্য অভিবাসন কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথে পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।
ট্রাম্পের দাবি, বর্তমান অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতি ও জীবনমানকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশকে “সম্পূর্ণ পুনরুদ্ধার” করতে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি আরও জানান, বাইডেন আমলে অনুমোদিত ‘মিলিয়ন সংখ্যক’ অভিবাসন অনুমতিও বাতিল করা হবে। ট্রাম্পের বক্তব্য, যুক্তরাষ্ট্রের জন্য যারা ‘প্রয়োজনীয় নয়’ বা দেশকে ভালোবাসে না, তাদের অপসারণ করা হবে। এছাড়া অভিবাসীদের জন্য সকল সরকারি সুবিধা ও ভর্তুকি বন্ধ এবং ‘ঘরোয়া শান্তি নষ্টকারী’ নাগরিকদের নাগরিকত্ব বাতিল করা হবে।
এই ঘোষণা আসে হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর বন্দুকধারীর হামলার ঠিক পরদিন। ট্রাম্প এটিকে বাইডেন আমলের ‘ভুল ভেটিং প্রক্রিয়া’র ফল বলে অভিহিত করেছেন।
এদিকে, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ এডলো জানিয়েছেন, বিশ্বের ১৯টি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় যাচাই করা হবে। যেসব দেশে উদ্বেগ আছে, সেসব দেশ থেকে আসা প্রতিটি বিদেশির গ্রিন কার্ড পূর্ণাঙ্গ ও কঠোরভাবে পুনঃপর্যালোচনা করতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply