1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

রেমিট্যান্স না আসলে সরকার টিকে থাকা কঠিন হতো: প্রধান উপদেষ্টা ইউনূস

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

একদম ভেঙে পড়া অবস্থায় অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকাই কঠিন হয়ে যেত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “সরকারের দায়িত্ব নেওয়ার সময় কর্মচারীদের বেতন দেওয়ার বা আন্তর্জাতিক ঋণ পরিশোধের মতো অর্থ আমাদের হাতে ছিল না। কোথা থেকে শুরু করব, বুঝে উঠতে পারছিলাম না। তখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই আমাদের শক্তি যুগিয়েছে।”

তিনি আরও বলেন, “ইতালি জানিয়েছে, বাংলাদেশিরা যে দেশেই যায়, সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করে—এমন অভিযোগ রয়েছে। এই নেতিবাচক প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

এর আগে, রোমে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে রোহিঙ্গা সংকট ও স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কার্ল স্কাউ।

অন্যদিকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর মহাপরিচালক ড. কু ডংইউর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের জন্য তিনটি নতুন খাতে সহায়তা চান প্রধান উপদেষ্টা ইউনূস। এর মধ্যে রয়েছে—গভীর সমুদ্র মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বৃদ্ধি, ফল রফতানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন, এবং ফসল-পরবর্তী ব্যবস্থাপনা জোরদারসহ স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ স্থাপন।

বৈঠকে এফএও মহাপরিচালক বাংলাদেশকে “উচ্চ কর্মদক্ষ দেশ” হিসেবে উল্লেখ করে বলেন, সংস্থাটি ভবিষ্যতেও কারিগরি সহায়তা ও উদ্ভাবনে বাংলাদেশের পাশে থাকবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!