1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেনি ইসি’ — অভিযোগ জামায়াতে ইসলামীর

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ হিসেবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি নির্বাচন কমিশনকে (ইসি) যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল এসব কথা জানান।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা, তথ্য ঘাটতি ও অস্পষ্টতার বিষয়ে আলোচনা করতেই তারা বৈঠকে যোগ দেন। বিভিন্ন সুনির্দিষ্ট ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, “নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি ইসি। বিদ্যমান অবস্থার কিছু তথ্য–প্রমাণ আমরা তাদের সামনে উপস্থাপন করেছি। এই পরিস্থিতিকে লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে মেনে নেওয়া যায় না; সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের কাছে সব এখতিয়ার চলে আসবে, তাই প্রশাসনকে নিরপেক্ষ রাখা জরুরি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় জাতি অপেক্ষা করছে বলে উল্লেখ করেন তিনি।

জামায়াতের পক্ষ থেকে ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার, ভোটকেন্দ্র নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েনের দাবিও জানানো হয়েছে। তিনি বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধারে ফলপ্রসূ কার্যক্রম দেখতে চাই। তফসিলের বিষয়ে কমিশনের অবস্থানও পরিষ্কার হওয়া প্রয়োজন।”

এছাড়া প্রবাসী ভোটিং পদ্ধতি সহজ করা এবং ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজের কার্যকারিতা বাড়ানোর বিষয়েও প্রস্তাব রাখে জামায়াত।

শেষে তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন অতীতের তিনটি জাতীয় নির্বাচনের মতো বিতর্কিত হবে না; বরং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!