হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালকে, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে
ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে টস করতে নেমেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। তবে ফিল্ডিংয়ে নামার আগেই বুকে ব্যথা অনুভব করলে দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে বিষয়টি জানান। প্রথমে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে করে ওষুধ নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় নিকটতম হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হেলিকপ্টারে উন্নত চিকিৎসার ব্যবস্থা ভাবা হয়, তবে সংকট গুরুতর হওয়ায় তাকে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে ১০০% ব্লক ধরা পড়ে। ২২ মিনিটের সিপিআর ও ৩ বার ডিসি শকের পর তামিমকে রিং পরানোর সুযোগ মেলে, যা সফলভাবে সম্পন্ন হয়।
জ্ঞান ফেরার পর চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তামিম। তবে আপাতত তাকে ঢাকায় নেওয়া সম্ভব নয়। তাই আগামী ৪৮ ঘণ্টা তিনি সাভারের কেপিজে হাসপাতালে পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত