
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা ১৪ মিনিটে ফেসবুকে এক পোস্টে রিয়াদের অসুস্থতার খবর জানান মিষ্টি। তিনি লেখেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।”
জানা গেছে, গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন মাহমুদউল্লাহ। প্রাথমিকভাবে সাধারণ জ্বর মনে করা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে হাসপাতালে থাকলেও তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী দুই এক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন বিপিএলকে সামনে রেখে চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এর মাঝেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়েন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply