
আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা। প্রচলিত নিয়ম অনুযায়ী, এ সাক্ষাতের পরই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। এর আগে নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করার নির্দেশনা নিতে ১০ বা ১১ ডিসেম্বর সাক্ষাতের প্রস্তাব দেওয়া হয়েছিল। অবশেষে ১০ ডিসেম্বর সাক্ষাতের তারিখ নির্ধারিত হয়েছে।
ইসির এক সদস্য জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর দু-এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে। ইতোমধ্যে ইসি জানিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।
তফসিল চূড়ান্ত করতে আগামী ৭ ডিসেম্বর কমিশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে সময়সূচি নির্ধারণের পর রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
ইসি সূত্র জানায়, ৮, ৯, ১০ বা ১১ ডিসেম্বরের যেকোনো দিনে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো দিনে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply