1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

জুলাই বর্ষপূর্তি অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে শত শত বেলুন ছেড়ে দেওয়ার পরপরই এ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলুন বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠান সঞ্চালক মাইক্রোফোনে উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং স্পিকারের বক্স থেকে দূরে সরে যেতে বলেন।

আয়োজকরা জানান, গত বছরের এই দিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পালানোর মুহূর্ত’ স্মরণে প্রতীকী ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হয়েছিল। সেই স্মৃতিকে চিহ্নিত করতেই এ বছরও একইভাবে বেলুন উড়ানো হয়।

ঘটনার পর অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!