1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের ১১ কর্মকর্তার বদলি

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ পুলিশের ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ৯ জন পুলিশ সুপার (এসপি) এবং ২ জন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

একই প্রজ্ঞাপনে আরও দুই এএসপির পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

বদলিকৃতদের মধ্যে এসবির এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়, পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জে, টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে, ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে এবং এপিবিএনের উক্য সিংকে পিবিআইতে বদলি করা হয়েছে।

এ ছাড়া রংপুর রেঞ্জের এএসপি সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটনে ও শিল্পাঞ্চল পুলিশের ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

পিবিআইয়ের এএসপি মো. আবু ইউসুফ ও র‌্যাবের এএসপি মো. জাহিদুর রহমানের পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!