স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) নির্বাচন কমিশন ভবনে চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত ৯টার পর নির্বাচন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, "আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো।"
তিনি আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, "আপনারা গেজেটের কপিটি বিজি প্রেস থেকে পেয়ে যাবেন।"
নিবন্ধন স্থগিতের কারণ সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন তার ধারাবাহিকতায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।"
এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এবং আইন শাখার যুগ্ম সচিব ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে কর্মকর্তারা আইনি দিকগুলো তুলে ধরেন।
নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৯০ জ অনুচ্ছেদ দফা ১ (খ) অনুযায়ী, সরকার ঘোষিত নিষিদ্ধ দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। নিবন্ধন স্থগিতের মাধ্যমে আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ কার্যত বন্ধ হয়ে গেল।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত