বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও নৌ বাহিনীর সহযোগিতায় ‘সেরা সাঁতারুদের খোঁজে বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে চাঁদপুরের ১৭ জন ক্ষুদে সাঁতারু এখন ঢাকায়।
সোমবার (১৪ জুলাই) দুপুরে বাংলাদেশ নৌ বাহিনীর বাসে করে তারা চাঁদপুর স্টেডিয়াম থেকে ঢাকার বাংলাদেশ সুইমিং ফেডারেশন কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেয়।
১৫ জুলাই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ছেলেদের দুটি গ্রুপে দ্বিতীয় পর্বের চূড়ান্ত প্রতিযোগিতা।
চাঁদপুর স্টেডিয়ামে সাঁতারুদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশনের চাঁদপুর প্রতিনিধি মো. জনি ও সাঁতারু সানাউল্লাহ খান।
এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও চাঁদপুরের কৃতি সন্তান মো. মাহবুবুর রহমান শাহিন বলেন, চাঁদপুরের সাঁতারের ঐতিহ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ক্ষুদে সাঁতারুদের ক্রীড়াসম্পদে পরিণত করতে আমরা নিরলসভাবে কাজ করছি।