কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই প্রেক্ষাপটে পাকিস্তানকে চাপে ফেলতে ‘টু ফ্রন্ট ওয়ার’-এর পরিকল্পনায় আফগানিস্তানকে পাশে পেতে চাইছে নয়াদিল্লি—এমনই খবর জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই।
সম্প্রতি কাবুলে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ। বৈঠকে আফগানিস্তানে স্থগিত প্রকল্প পুনরায় চালু ও ভিসা ইস্যুতে আলোচনা হয়।
বিশ্লেষকরা মনে করছেন, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করে পাকিস্তানের বিরুদ্ধে কৌশলগত সুবিধা নিতে চায় ভারত। কারণ, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ‘ডুরান্ড লাইন’ নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এদিকে টিটিপি নামের সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং কাশ্মীর ইস্যুতেও সেনাবাহিনীর অবস্থানের বিরোধিতা করে আসছে।
বিশেষজ্ঞদের ধারণা, তালেবান সরাসরি নয়, টিটিপিকে সামনে রেখে পাকিস্তানের অভ্যন্তরে চাপ তৈরি করতে পারে। ফলে পাকিস্তানকে আফগান সীমান্তে সেনা মোতায়েন করতে বাধ্য করে, ভারত সীমান্তে হামলার সুযোগ নিতে পারে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত