1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৯৬৪ জন

হেলথ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৬৪ জন।

বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনে একজন করে, মোট দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৭৫ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৯ জন, ঢাকা বিভাগে ১৯০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, বরিশাল বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৫০ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত একদিনে ৯০৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে মোট ৬৫ হাজার ৩১২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণকারী ২৭৫ জনের মধ্যে সর্বাধিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩৪ জন। এছাড়া বরিশালে ৪০ জন, ঢাকা উত্তরে ৩৯ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১৪ জন, ময়মনসিংহে ১১ জন, খুলনায় ৮ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!