
ইরানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দেশজুড়ে চলমান বিক্ষোভ ও সহিংসতায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সরকারিভাবে এ তথ্য প্রকাশ করা হয়, যা প্রথমবারের মতো এত বড় সংখ্যক মৃত্যুর বিষয়টি স্বীকার করার ঘটনা।
দুই সপ্তাহ ধরে চলা দেশব্যাপী অস্থিরতা ও কঠোর দমন-পীড়নের প্রেক্ষাপটে এ তথ্য সামনে এসেছে। রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য যাদের তিনি ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছেন, তারাই দায়ী। তবে নিহতদের বিস্তারিত বিভাজন তিনি জানাননি।
প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের মূল কারণ দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি। এটি গত তিন বছরের মধ্যে ইরানের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply