২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বসছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আর এক বছরেরও কম সময় বাকি বিশ্বের সবচেয়ে বড় আসর মাঠে গড়াতে। ইতোমধ্যে ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় চলছে বাছাইপর্ব। তবে এর মধ্যেই কয়েকটি দল নিশ্চিত করেছে তাদের বিশ্বকাপের টিকিট।
লাতিন আমেরিকা থেকে ব্রাজিল ও আর্জেন্টিনা ইতোমধ্যে জায়গা করে নিয়েছে। তাদের সঙ্গে কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর ও প্যারাগুয়ে নিশ্চিত করেছে অংশগ্রহণ। ১৫ বছর পর আবারও বিশ্বকাপে ফিরছে প্যারাগুয়ে। প্লে-অফের মাধ্যমে ভেনেজুয়েলা ও বলিভিয়ার মধ্যে একটি দল সুযোগ পাবে।
এশিয়া থেকে এখন পর্যন্ত ছয়টি দেশ নিশ্চিত করেছে আসরটি—অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, উজবেকিস্তান ও ইরান। আরও দুটি দল সরাসরি জায়গা পাবে, পাশাপাশি আন্তমহাদেশীয় প্লে-অফ থেকে যোগ হবে আরেকটি দেশ।
আফ্রিকার মধ্যে সবার আগে জায়গা নিশ্চিত করেছে মরক্কো। বাকি বাছাইপর্ব শেষে আরও আটটি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
ওশেনিয়া অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।
অন্যদিকে স্বাগতিক হওয়ার সুবাদে আগেই খেলতে নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। সব মিলিয়ে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপে এখন পর্যন্ত ১৭টি দেশ নিশ্চিত করেছে তাদের অংশগ্রহণ।