নাইজেরিয়ার নাজার অঞ্চলে একটি ক্যাথলিক স্কুলে সশস্ত্র ডাকাতরা হামলা চালিয়ে ২১৫ জন ছাত্র ও ১২ জন শিক্ষককে অপহরণ করেছে। শুক্রবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনার পর দেশজুড়ে খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২২ নভেম্বর) সিএনএন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) জানায়, কিছু শিক্ষার্থী পালিয়ে আসতে পারলেও এখনও ২১৫ ছাত্র ও ১২ শিক্ষক নিখোঁজ। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে।
গত এক সপ্তাহে নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে। কোয়ারা অঞ্চলের একটি গির্জায় হামলায় দুইজন নিহত হন এবং একাধিক উপাসককে অপহরণ করা হয়। কেব্বি অঙ্গরাজ্যের একটি মেয়েদের স্কুলে হামলায় ২৫ ছাত্রীকে অপহরণ ও উপ-প্রধান শিক্ষিকাকে হত্যা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, স্কুলটিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল। ক্রমবর্ধমান সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নির্ধারিত দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু।
এর কয়েকদিন আগে উত্তর-পশ্চিমাঞ্চলের আরেকটি স্কুলে হামলা চালিয়ে ২৫ ছাত্রীকে অপহরণ করে বন্দুকধারীরা। তাদের মধ্যে একজন পালিয়ে আসতে সক্ষম হলেও বাকি ২৪ জন এখনও নিখোঁজ রয়েছে।
খ্রিস্টানদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন।