গোপালগঞ্জে চলমান সহিংসতা ও অস্থিরতা নিয়ন্ত্রণে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
সরকারের প্রেস উইং জানায়, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগসহ অস্থির পরিস্থিতির কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারফিউ চলাকালে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।
এর আগে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সহিংসতা হয়। সকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ইউএনওর গাড়িবহরে হামলার অভিযোগ রয়েছে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
দুপুরে এনসিপির সমাবেশ মঞ্চেও হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। সমাবেশ শেষে ফেরার পথে গাড়িবহরেও হামলা হয়। এনসিপির নেতারা পরে পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন।
এসময় শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ হয় এবং জেলা কারাগারে ভাঙচুরের খবরও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত