
রাজশাহীর তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের দুই বছরের শিশু সাজিদ (পিতা: মো. রাকিব) গভীর একটি গর্তে পড়ে যায়। বুধবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতভর টানা ১৬ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত ছিল। মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে বের করার চেষ্টা চলছে।
তানোর থানার ওসি শাহীনুজ্জামান বলেন, “উদ্ধার কাজ এখনো শেষ হয়নি, খনন চলছে।”
স্থানীয়রা জানান, পচন্দর ইউনিয়ন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর খুব নিচে। গভীর নলকূপ বসানো নিষিদ্ধ থাকায় কছির উদ্দিন নামে এক ব্যক্তি পানির স্তর যাচাই করতে গর্ত খনন করেছিলেন। বর্ষার নরম মাটির কারণে পাশে আরেকটি গর্ত তৈরি হয়, তাতেই শিশুটি পড়ে যায়।
বুধবার বিকেল সাড়ে পাঁচটায় এক্সকাভেটর দিয়ে খনন শুরু করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধারকাজে অংশ নেয়।
রাত ১০টার পর বড় এক্সকাভেটর ব্যবহার করে খনন অব্যাহত থাকে।
আজ সকাল ৮টায় প্রায় ৩৫ ফুট গভীর পর্যন্ত খনন করেও শিশুর কোনো সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে শিশুটি আরও গভীরে নেমে গেছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটি পড়ার পর স্থানীয়দের কিছু প্রচেষ্টায় মাটি ভেতরে ধসে পরিস্থিতি জটিল হয়। এরপর গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা শুরু করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply