1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

হল না ছেড়ে উল্টো ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঢামেক শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ও হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে তা তারা পালন করেনি। উল্টো, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, এই সময়ের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা হল পরিদর্শনে না আসলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

রোববার (২২ জুন) ঢামেক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল্লাহ আল নোমান ও তৌহিদুল ইসলাম তানভীর। তারা বলেন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে, তবে ইতিবাচক কোনো সমাধান বের হয়নি।

আল্টিমেটামে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে টিম নিয়ে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বী হল পরিদর্শনের জন্য কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে আহ্বান জানিয়েছি। অন্যথায় কঠোর কর্মসূচিতে যাওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট