
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম, যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, রোববার বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে মোট ২ হাজার ৭৮০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও দাখিল করা হয়েছে মাত্র ৩১টি। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে।
সমন্বয় কমিটির হালনাগাদ তথ্যে দেখা যায়—
ঢাকা অঞ্চল থেকে সর্বোচ্চ ৫০১টি
কুমিল্লা থেকে ৪০৫টি
ময়মনসিংহ থেকে ৩৩৯টি
খুলনা থেকে ৩০২টি
রংপুর থেকে ২৮৩টি
রাজশাহী থেকে ২৬৯টি
চট্টগ্রাম থেকে ২৪০টি
বরিশাল থেকে ১৬১টি
ফরিদপুর থেকে ১৪৫টি
সিলেট থেকে ১২৭টি
এ পর্যন্ত সবচেয়ে বেশি ৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে ফরিদপুর অঞ্চলে।
এ ছাড়া—
ময়মনসিংহ ও বরিশালে ৭টি করে
রংপুরে ৩টি
ঢাকা ও চট্টগ্রামে ২টি করে
খুলনা ও সিলেটে ১টি করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে এখনো কোনো মনোনয়নপত্র দাখিল হয়নি।
রোববার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে রয়েছেন—
ঢাকা-১০: বিএনপি মনোনীত শেখ রবিউল আলম রবি
ঢাকা-১৭: জামায়াতে ইসলামী মনোনীত ডা. এস এম খালেদুজ্জামান
ঢাকা-৬: বিএনপি মনোনীত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
ঢাকা-১৪: বিএনপি মনোনীত সানজিদা ইসলাম তুলি
ঢাকা-১৬: বিএনপির আমিনুল ইসলাম
ঢাকা-৮: কমিউনিস্ট পার্টি মনোনীত ত্রিদিপ কুমার সাহা
ঢাকা-১৭: স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারওয়ার
এ ছাড়া স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইসি জানিয়েছে, সাধারণত মনোনয়নপত্র জমার শেষ দিনেই বেশিরভাগ প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এবারও শেষ দিনেই জমার চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মনোনয়নপত্র জমার সময় প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবেন। কোনো ধরনের মিছিল বা শোডাউন আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী—
মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর – ৪ জানুয়ারি
আপিল দাখিল: ৫ – ৯ জানুয়ারি
আপিল নিষ্পত্তি: ১০ – ১৮ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)
ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply