1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

“শাপলা প্রতীক না হলে ধানের শীষও হতে পারে না”— এনসিপি’র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠকের দাবি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে স্বীকৃতি না পায়, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারে না।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, “শাপলা জাতীয় প্রতীক নয়, এটি জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা, তারকাও জাতীয় প্রতীকের অংশ। তাই যদি শাপলা প্রতীক হিসেবে গ্রহণযোগ্য না হয়, তবে ধানের শীষও প্রতীক হিসেবে থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “জাতীয় ফল কাঁঠাল ইতোমধ্যে প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে জাতীয় ফুল শাপলার প্রতীক হওয়ার আইনগত কোনো বাধা থাকার কথা নয়। আর যদি প্রতীক দেখে ভয় পান, তাহলে সেটা আগেই জানিয়ে দিন!”

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) নীতিগতভাবে জাতীয় প্রতীকের অংশ ‘শাপলা’কে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২২ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। আবেদনপত্রে তারা ‘শাপলা’, ‘মোবাইল’ ও ‘কলম’— এই তিনটি প্রতীকের যেকোনো একটি প্রতীক হিসেবে চেয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট