1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

গাজায় ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ২৫, ইসরায়েলি হামলায় আরও ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্যের আশায় জড়ো হওয়া মানুষের ভিড়ে উল্টে পড়ে একটি ত্রাণবাহী ট্রাক। মর্মান্তিক এ ঘটনায় কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি বাহিনীর চাপের মুখে ট্রাকটি একটি ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে চলতে বাধ্য হয়। সেই সড়কেই এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনাটি গাজার ঠিক কোন এলাকায় ঘটেছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

এদিকে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, শুধু এই দুর্ঘটনাই নয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

দক্ষিণ গাজার রাফাহতে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে ইসরায়েলি গুলিতে নিহত হন পাঁচজন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ২০ জন।

গাজা শহরে ড্রোন হামলায় ছয় মাস বয়সী একটি শিশু নিহত হয়েছে। একই শহরের দুটি বাড়িতে হামলায় আরও আটজনের মৃত্যু হয়, যাদের মধ্যে শিশুও রয়েছে।

দেইর আল-বালাহ এলাকার একটি আশ্রয়শিবিরে ইসরায়েলি গুলিতে প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন।

আনাদোলুর তথ্য অনুযায়ী, গত ১৮ বছর ধরে অবরোধের মধ্যে থাকা গাজা আরও বিপর্যস্ত হয়ে পড়ে চলতি বছরের ২ মার্চ থেকে, যখন ইসরায়েল সব প্রবেশপথ বন্ধ করে দেয়। এতে মানবিক ত্রাণ সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। প্রায় ২৪ লাখ মানুষের জন্য প্রতিদিন প্রয়োজন অন্তত ৬ হাজার ত্রাণবাহী ট্রাক, অথচ ২৭ জুলাই থেকে এখন পর্যন্ত গাজায় ঢুকেছে মাত্র ৮৪৩টি ট্রাক।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২৭ মে থেকে যুক্তরাষ্ট্র-চালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে ত্রাণের আশায় জড়ো হওয়া মানুষের ওপর হামলায় অন্তত ১ হাজার ৫৬৮ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন আরও ১১ হাজার ২৩০ জন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!