মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন তিনি। রাশিয়া থেকে ভারতের অস্ত্র ও জ্বালানি কেনাকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।
মঙ্গলবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু। কিন্তু তাদের শুল্ক পৃথিবীর মধ্যে অন্যতম বেশি এবং রয়েছে নানা রকম বাণিজ্যিক জটিলতা। রাশিয়া থেকে তাদের বড় ধরনের অস্ত্র ও জ্বালানি কেনা চলতে থাকলে ভারতকেও মূল্য দিতে হবে।”
এর আগে চলতি বছরের ২ এপ্রিল ‘লিবারেশন ডে’ কনফারেন্সে ২৬ শতাংশ শুল্ক আরোপের প্রাথমিক ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তবে এবার সরাসরি শুল্ক কার্যকরের তারিখ দিয়ে তা বাস্তবায়নের দিকে এগোলেন তিনি।
ট্রাম্পের দাবি, ইউক্রেনে রুশ আগ্রাসন চলমান থাকাকালীন রাশিয়ার অর্থনীতিকে চাপ দিতে আন্তর্জাতিকভাবে যে প্রচেষ্টা চলছে, ভারতকেও তাতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। অন্যথায়, তাদেরও অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে উত্তেজনা তৈরি করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক কূটনীতিতেও এই পদক্ষেপের প্রতিক্রিয়া দেখা যেতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারিত্বের ওপর এ সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।